BRAKING NEWS

দারুন কাম-ব্যাক বিদর্ভের ম্যাচ জমজমাট, শঙ্কায় এমপি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিদর্ভ। ম্যাচের লাগাম এখন অনেকটা তাঁদের হাতেই। প্রথম ইনিংস এর মত মধ্যপ্রদেশ ব্যাটিং পারফরম্যান্স করলে ফাইনাল নিশ্চিত করতে পারবে। অন্যথায় পাল্লা ভারী বিদর্ভের।প্রথম ইনিংসে ৮২ রানে লিভ নিয়েছিল মধ্যপ্রদেশ। ব্যাক ফুটে থেকে বিদর্ভ দুর্দান্তভাবে কাম-ব্যাক করে নিয়েছে। রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে বিদর্ভ ও মধ্যপ্রদেশ পরস্পরের বিরুদ্ধে খেলছে। নাগপুরের সিভিল লাইন্স-এ বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে। লো স্কোরিং ম্যাচে প্রত্যাশিতভাবেই মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে লিভ নিয়েছে। শনিবার প্রথম দিনে বিদর্ভের ১৭০ রানের জবাবে মধ্যপ্রদেশ ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছিল। রবিবার দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশ বাকি ৯ উইকেটে আরও ২০৫ রান যোগ করে ২৫২ তে ইনিংস শেষ করে। নাইট ওয়াচম্যান এর ভূমিকায় থাকা উইকেট রক্ষক হিমাংশ মন্ত্রী ব্যক্তিগত ২৬ রান হাতে নিয়ে খেলতে নেমে আজ ১০০ রান যোগ করে দুর্দান্ত পারফরম্যান্স করে। হিমাংশু ২৬৫ বল খেলে ১২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৬ রান সংগ্রহ করে। বিদর্ভের উমেশ যাদব ও ঠাকুর তিনটি করে এবং ওয়াখারে দুটি উইকেট পেয়েছে। ৮২ রানে পিছিয়ে থেকে বিদর্ভ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪ ওভার খেলার সুযোগ পেয়ে ইতোমধ্যে  এক উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছিল। বিদর্ভ ৬৯ রানে পিছিয়ে থেকে আজ, সোমবার তৃতীয় দিনে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে আরও ৮৬ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩৩০ রান যোগ করতে সক্ষম হয় এই মুহূর্তে ৩৪৩ রান সংগ্রহ করেছে। হাতে আরও উইকেট চারটি। উল্লেখ্য, শনিবার সকালে  ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বিদর্ভ ৫৬.৪ ওভার খেলে ১৭০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। দলের পক্ষে করুন নায়ারের ৬৩ রান এবং অথর্ব  টাইডের ৩৯ রান উল্লেখযোগ্য। মধ্যপ্রদেশের আবেশ খান ৪৯ রানে ৪টি উইকেট পেয়েছিল। কুলবন্ধ খেজরোলিয়া ও ভেঙ্কটেশ আইয়ার পেয়েছিল দুটি করে উইকেট। বিদর্ভ এই মুহূর্তে ২৬১ রানে এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *