BRAKING NEWS

রাজ্যে ফিরে আমরণ অনশনের সমাপ্তি করলেন প্রদ্যুৎ , ৪ মার্চ এডিসিতে ছুটি 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ:  রবিবার মাকে নিয়ে রাজ্যে ফিরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।  এমবিবি বিমান বন্দর থেকে তিনি গেছেন বড়মুড়া। বড়মুড়া যাওয়ার আগে প্রদ্যোত বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, এর আগেও এধরনের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছিল। কিন্তু এবার যে চুক্তিপত্রটি স্বাক্ষর হয়েছে তা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত ভরসা রাখতে হবে।  

তিনি আরো বলেন, যার ভবিষ্যত সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিকেই এইজন্য দায়িত্ব দিতে হবে। 

তার মাধ্যমে কমিটি গঠন করে চুক্তি বাস্তবায়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে। 

পরে বিমানবন্দর থেকে তিনি বড়মুড়া যান। সেখানে গিয়ে তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা জনজাতিদের বাদ দিয়ে সম্ভব নয়। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিহাসে অনেক ভুল রয়েছে তাই ইতিহাসকেও কিছুটা বদলাতে হবে। 

তিনি আরো বলেন, সবকা সাথ, সবকা বিকাশ এ রাজ্যে প্রথম মহারাজা বীর বিক্রম দিয়েছিলেন। তিনি বলেন জনজাতিদের বহু ত্যাগের পর আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিন বড়মুড়ায় পৌঁছে তিনি আমরণ অনশনের সমাপ্তি করেছেন। 

পাশাপাশি চুক্তি স্বাক্ষরের খুশিতে আগামী ৪ মার্চ সোমবার এডিসিতে ছুটি ঘোষনা করা হয়েছে। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *