BRAKING NEWS

মণিপুরের সংকটজনক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী দায়ী : মল্লিকার্জুন

থউবাল (মণিপুর), ১৪ জানুয়ারি (হি.স.) : মণিপুরের সংকটজনক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী মোদী দায়ী, বলেছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

আজ রবিবার বিকাল চারটায় দলের বহু কেন্দ্রীয় এবং প্রদেশ নেতা ও কর্মীদের উপস্থিতিতে থউবাল জেলার অন্তর্গত খংজামে বেসরকারি ময়দানে রাহুল গান্ধীর বহুল চৰ্চিত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস-প্ৰধান মল্লিকার্জুন।

মণিপুরের সংকটজনক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে ভাষণ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সামনেই লোকসভার ভোট। ভোট চাইতে মণিপুর আসতে পারেন, কিন্তু রাজ্যের সমস্যায় আসতে পারেন না প্রধানমন্ত্রী।
তাঁর ভাষায়, ‘উও (প্ৰধানমন্ত্ৰী) সমন্দর কে উপর সায়ের করতা ফিরতা হ্যায় আউর বইঠে জগহ জপ করতে রেহতে হেঁ রাম রাম। মুখ মে রাম, বগল মে ছুরি’, জনগণের সাথে এমন করবেন না। ভগবানকে সবাই বিশ্বাস করেন। ভোটের জন্য এটা করবেন না। এই সব লোকেরা (বিজেপি) মানুষকে উসকে দেওয়ার জন্য ধর্মকে নিয়ে রাজনীতি করে।’ বলেন খাড়গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *