দিল্লির সুলতানপুরী রোডের কাছে বস্তিতে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিভল আগুন

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির সুলতানপুরী রোডের কাছে বস্তিতে। শুক্রবার ভোররাতে বস্তিতে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নেভাতে রোবোটের ব্যবহারও করা হয়।

দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কীভাবে আগুন লাগল, তা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। বিভাগীয় দমকল অফিসার এ কে জয়সওয়াল বলেছেন, “দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুন নেভাতে রোবোটের সাহায্য নেওয়া হয়। কেউ হতাহত হননি।”