আর্থিক নীতির কারণেই শক্তিশালী ও আত্মনির্ভর হয়েছে ভারত : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : আর্থিক নীতির কারণেই শক্তিশালী ও আত্মনির্ভর হয়েছে ভারত। বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকের দ্বিতীয় দিনে মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, এই সরকার ‘সবকা সাথ, সবকা প্রয়াস’-এর উদ্দীপনা নিয়ে কাজ করবে এবং অত্যন্ত চমৎকারভাবে তা প্রমাণিত হয়েছে। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আমরা বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন পাঠিয়েছি। ২০১৪ সালে ভারতের অর্থনীতি দশমতম স্থানে ছিল, এখন তা পঞ্চম স্থানে এসেছে। কোভিড মহামারীর সময় কেউ যেন ক্ষুধার্থ না থাকে তা আমরা নিশ্চিত করেছি।”

এদিন এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, “আমাদের সরকার স্লোগানে বিশ্বাস করে না, পদক্ষেপ গ্রহণে এবং ফলাফল আনতে বিশ্বাস করে! আমরা আবেগের সঙ্গে কাজ করি; সকলের কল্যাণে সম্মিলিত কাজই আমাদের লক্ষ্য এবং অন্তর্নিহিত দর্শন।” ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, মোদী সরকার কৃষকদের নিয়ে খুবই চিন্তিত। তাঁরা যাতে নিজেদের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পায় এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন নীতি ও সংস্কার সামনে আনা হয়েছে।” ধর্মেন্দ্র প্রধানের কথায়, “নতুন ভারতে যিনি ‘হাওয়াই চপ্পল’ পরেন তিনিও ‘হাওয়াই জাহাজ’-এ বসতে পারেন! অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে। ভারতে ক্রুজ ট্যুরিজম এখন আর শুধু বইয়ে নেই! এটা এখন বাস্তবে পরিণত হয়েছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *