BRAKING NEWS

রাজস্থান হাইকোর্টে শপথ নিলেন নয়জন বিচারপতি, দুই দম্পতিও বিচারপতি

যোধপুর, ১৬ জানুয়ারি (হি.স.) : সোমবার সকালে রাজস্থান হাইকোর্টে নয়জন বিচারপতি একসঙ্গে শপথবাক্য পাঠ করলেন। এর মধ্যে সবচেয়ে বড় কথা এখন দুই দম্পতি বিচারকও এখানে বিচারপতি হিসেবে কাজ করবেন। সোমবার হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন যোধপুরের ডঃ নূপুর ভাটি। তার স্বামী বিচারপতি পুষ্পেন্দ্র ভাটিও রাজস্থান হাইকোর্টের বিচারপতি। বিচারপতি মহেন্দ্র গোয়েল এবং তাঁর স্ত্রী বিচারপতি শুভ মেহতা ইতিমধ্যেই হাইকোর্টে পদে রয়েছেন।কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের ৯ জন বিচারপতি নিয়োগের পরে সোমবার যোধপুর হাইকোর্টে শপথ নেওয়া হয়। এর আগে শুক্রবার বিজ্ঞাপ্তি জারি করে অ্যাডভোকেট কোটা থেকে ৩ জন এবং জুডিশিয়াল অফিসার কোটা থেকে ৬ জন বিচারক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এতে হাইকোর্টের ৫০টি পদের মধ্যে ৩৫ জন বিচারপতি নিয়োগ পেয়েছেন।

সোমবার সকালে যোধপুরে রাজস্থান হাইকোর্টের নবনিযুক্ত নয়জন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি পঙ্কজ মিঠল। অ্যাডভোকেট কোটা থেকে গণেশ রাম মীনা, জয়পুর থেকে অনিল কুমার উপমান এবং যোধপুর থেকে ডাঃ নূপুর ভাটি, আর রাজেন্দ্র প্রকাশ সোনি, অশোক কুমার জৈন, যোগেন্দ্র কুমার পুরোহিত, ভুবন গয়াল, প্রবীর ভাটনগর এবং আশুতোষ কুমারকে বিচার বিভাগীয় অফিসার কোটা থেকে নিযুক্ত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *