BRAKING NEWS

বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানে রাজ্যে চালু হল ই-রুপি পেমেন্ট ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানকে আরও সহজতর ও দ্রত করার লক্ষ্যে রাজ্যে চালু করা হল ই-রুপি পেমেন্ট ব্যবস্থা৷আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে জনজাতি কল্যাণ দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া ই-রুপি পেমেন্ট ব্যবস্থার সূচনা করেন৷ অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দ চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ জনজাতি কল্যাণ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করে জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানে ই-রুপি পেমেন্ট ব্যবস্থা দেশের মধ্যে আমাদের রাজ্যেই আজ প্রথম চালু করা হয়েছে৷ ফলে আজকের দিনটি রাজ্যের জন্য এক নয়া ইতিহাস রচিত হয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সারাদেশেই ক্যাশলেস ট্রানজেকশন, পেপারলেস প্রশাসন সহ বিভিন্ন ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন৷ এরই অঙ্গ হিসেবে আজ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে৷ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা একটি স্বচ্ছ পদ্ধতি যা সম্পর্ণ নিরাপদ ও সহজতর৷ প্রথম পর্যায়ে এই ব্যবস্থার সঙ্গে রাজ্যের প্রায় ৩১ হাজার পরিবার যুক্ত হয়ে যাবে৷ পাশাপাশি ছাত্রছাত্রীরা সুকলস্তর থেকেই ডিজিটাল প্রযুক্তি ব্যবস্থা সর্ম্পকে সম্যক ’ান লাভ করার সুুযোগ পাবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *