BRAKING NEWS

এবার আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে নাগরাকাটায় আন্দোলন তৃণমূলের

নাগরাকাটা, ৩০ ডিসেম্বর (হি.স.):  শিয়রে পঞ্চায়েত ভোট। এদিকে আবাস যোজনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ থামার কোন লক্ষনই নেই গ্রামগঞ্জে। পরিস্থিতি বেগতিক হতে পারে আঁচ করে এবারে দলীয় ঝান্ডা হাতেই পথে নামলো নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস। নতুন করে সমীক্ষা করে প্রকৃত দুঃস্থদেরই আবাস যোজনার তালিকাভুক্ত করার দাবিতে শুক্রবার বিডিও অফিসে জড়ো হন তৃণমূল নেতা-কর্মীরা। সঙ্গে ছিলেন আবাস বঞ্চিত জনতাও। বিডিওর কাছে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।
দলের ব্লক সভাপতি সঞ্জয় কুজুর জানান, গরিব মানুষের নাম বাদ পড়ে যাওয়ার ঘটনাকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। তাতে কে তৃণমূল, কে সিপিএম আর কে বিজেপি এসব দেখার কোন অবকাশই নেই। কিছু প্রকৃত দুঃস্থর নাম আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে। প্রশাসনকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। নতুন করে সমীক্ষার দাবি জানানো হয়েছে। বিডিও বিপুল কুমার মণ্ডল জানান, যদি কোনও  প্রকৃত দুঃস্থর নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আবেদন করলে সবকিছু খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *