BRAKING NEWS

ঊনকোটি জেলাভিত্তিক বি আর আম্বেদকর মেমোরিয়াল মেধাবৃত্তি তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে : তপশিলি জাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ তপশিলি জাতিভুক্তদের জন্য সংবিধান কি কি সুুবিধা দিয়েছে তা জানতে হবে৷ তপশিলি জাতিভুক্ত সম্পদায়ের জনগণকে তাদের অধিকার সম্পর্কেও সচেতন থাকতে হবে৷ আজ কুমারঘাট মানসী মিলনায়তনে ঊনকোটি জেলাভিত্তিক তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বি আর আম্বেদকর মেমোরিয়াল মেধাবৃত্তি প্রদান ও তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীদের বাইসাইকেল ও বৈদ্যুতিন মেশিন প্রদানের অনুষ্ঠানে একথা বলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ অনুষ্ঠানে তিনি বলেন, দপ্তর থেকে তপশিলি জাতিভুক্তদের অধিকার সংক্রান্ত বিষয়ে সচেতনতা শিবির করা হয়েছে৷ প্রকাশ করা হয়েছে হ্যাণ্ডবিল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুরপরিষদের এসসি সাব কমিটির চেয়ারম্যান কার্তিক দাস৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, দপ্তর তার বিভিন্ন কাজের ধারার মধ্যে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদানের ক্ষেত্রে আগে অব্যবস্থা ছিল৷ এখন অনলাইন পোর্টালের মাধ্যমে মেধাবৃত্তি প্রদানের জন্য নাম অন্তর্ভক্ত করা হয়৷ আগে উচ্চশিক্ষায় রাজ্যে ও বহির্রাজ্যে ছাত্রছাত্রীদের পড়াশুনায় আর্থিক অনুদান দেওয়া হলেও কোনও স্বচ্ছতা ছিল না৷ এখন সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা আনা হয়েছে৷ তিনি বলেন, আগে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা বহির্রাজ্যে উচ্চশিক্ষা নিতে গেলে পড়াশুনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঠিক করা হতো৷ এতে ছাত্রছাত্রীদের কোনও স্বাধীনতা ছিল না৷ বর্তমান সরকার এই ব্যবস্থার পরিবর্তন করে ছাত্রছাত্রীদের স্বাধীনতা প্রদান করেছে৷ এখন ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান চয়ন করতে পারে৷ এজন্য ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ অর্থ দপ্তর থেকে তাদের ব্যাঙ্ক ্যকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়৷ এই ব্যবস্থা চালু হওয়ার ফলে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষা বা প্রফেশনাল কোর্সে শিক্ষা নেওয়ার উৎসাহ বৃদ্ধি পেয়েছে৷
তপশিলি জাতি কল্যাণমন্ত্রী আরও বলেন, রাজ্যে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য ৫২টি হোস্টেল রয়েছে৷ কিন্তু হোস্টেলগুলির বেহাল দশার জন্য ছাত্রছাত্রীরা এখানে থাকতে অনিহা প্রকাশ করতো৷ বর্তমান সরকার হোস্টেলগুলি সংস্কারের কাজ করছে৷ হোস্টেলগুলিতে জল, বিদ্যুৎ সহ অন্যান্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে৷ হোস্টেলগুলিতে অনলাইন ক্লাসের জন্য এলইডি টিভি দেওয়া হচ্ছে, প্রতি হোস্টেলে চার জন করে শিক্ষক দেওয়া হয়েছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও নতুন হোস্টেল তৈরি করা হচ্ছে এসসি ছাত্রছাত্রীদের জন্য৷ এছাড়া তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ইউপিএসসি পরীক্ষার জন্য কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে৷
 তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, শুধু শিক্ষার উন্নয়নেই নয়, সারা রাজ্যে তপশিলি জাতিভুক্তদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পর্ণ করতে বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছে দপ্তর৷ এটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন৷ এই উন্নয়ন জারি রাখতে তিনি আগামীদিনেও সকলের সহযোগিতা কামনা করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, তপশিলি জাতিভুক্তি মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল৷ বর্তমান সরকার এই ব্যবস্থার আমূল পরিবর্তন করে এই অংশের মানুষের কল্যাণে অনেক প্রকল্প চালু করেছে৷ এতে এসসি অংশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে৷ এখন তারা ন্যায্য অধিকার ভোগ করছেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা কল্যাণ আধিকারিক পিন্টু দাস৷ এবছর ঊনকোটি জেলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ৩১৩ জন ছাত্রছাত্রীকে তাদের উল্লেখযোগ্য ফলাফলের জন্য মেধাবৃত্তি প্রদান করা হয়৷ এরমধ্যে কুমারঘাট মহকুমার ২৪৪ জন এবং কৈলাসহর মহকুমার ৬৯ জন রয়েছে৷ অনুষ্ঠানে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে ১০ জন ছাত্রছাত্রীর হাতে মেধাবৃত্তির শংসাপত্র তুলে দেন৷ তাদের আর্থিক পুরস্কার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়৷ এছাড়া তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীদের মধ্যে ৪১ জনকে বাইসাইকেল ও ২০৮ জনকে বৈদ্যতিন ওজন মেশিন প্রদান করা হয়৷ যার মধ্যে অধিকাংশই ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, গৌরনগর প’ায়েত সমিতির চেয়ারম্যান নারন সিনহা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *