BRAKING NEWS

ইতালির বারে নির্বিচারে গুলি, প্রধানমন্ত্রীর বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন

রোম, ১২ ডিসেম্বর (হি.স.) : ইতালির রাজধানী রোমের একটি বারে নির্বিচারে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। হামলাকারী বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে।

একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা রোমের একটি বারে বৈঠক করছিলেন। এসময় একজন বন্দুকধারী বারে ঢুকে বারের দরজা বন্ধ করে দেয়। ‘আমি তোমাকে মেরে ফেলব’ বলে চিৎকার করে গুলি চালাতে থাকে। গুলিতে তিনজন মহিলা নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ৫৭ বছর বয়সী হামলাকারীকে গ্রেফতার করে। ওই আততায়ীর সঙ্গে অ্যাপার্টমেন্টের পরিচালন সমিতির বেশ কিছু বিরোধ ছিল যার বাসিন্দাদের বৈঠকে সে গুলি চালায়। জানা গেছে, নিহতদের মধ্যে একজন ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী। তার নাম নিকোলেটা গোলিসানো।

মেলোনি তার মৃত্যুর পর ইনস্টাগ্রামে গোলিসানোর একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমার জন্য সে সবসময় সুন্দর এবং সুখী থাকবে। তার এভাবে মারা যাওয়া ঠিক নয়।” মেলোনি বলেন, হামলাকারী যে শুটিং রেঞ্জে বন্দুক ব্যবহার করেছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *