BRAKING NEWS

রাজ্যের সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে কাজ করছে সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷জাতি জনজাতি সহ রাজ্যের সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে কাজ করছে সরকার৷ বিভিন্ন সরকারি প্রকল্পগুলিকে রাজ্যের প্রতিটি অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ রাজ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে৷ আজ গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি মোটরস্ট্যাণ্ড এলাকায় বন দপ্তর দ্বারা আয়োজিত স্ক্যাটফর্ম প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন আয় উপার্জন সামগ্রী ও ঋণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি ব্যক্তিকে আত্মনির্ভর করে গড়ে তোলা৷ রাজ্যের বিকাশ হলে দেশেরও উন্নয়ন হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিশায় সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নিয়ে কাজ করছে বর্তমান সরকার৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রি’ত দাস বলেন, সাধারণ মানুষের রোজগার বাড়ানোর জন্য সরকার বিভিন্ন সহায়তা প্রদান করছে৷ সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে৷ মন্দিরঘাট থেকে যতনবাড়ি পর্যন্ত সড়ক প্রশস্থের কাজ চলছে৷ এই সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে গেলে আগামীদিনে নারকেলকু’ ভ্রমণে দেশ বিদেশের পর্যটকরা আরও বেশি আসবে৷ যারফলে যতনবাড়ি, নূতনবাজার এলাকার ব্যবসায়ীরা বেশি লাভবান হবেন৷ উদয়পুর মহারাণী থেকে ছবিমুড়া ভ্রমণে পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরেশ্বরী মন্দিরকেও অন্যতম ধর্মীয় পর্যটনস্থল করার লক্ষ্যে দ্রত গতিতে কাজ চলছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা জাইকা প্রজেক্টের সিইও ড. অভিনাশ এম কানফাডে, বন দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি প্রমুখ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, গোমতী জেলার জেলাশাসক গভেকার ময়ূর রতিলাল সহ অন্যান্য আধিকারিকগণ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলার জেলা বন আধিকারিক ড. এন কে চ’ল৷ অনুষ্ঠানে অতিথিগণ স্ক্যাটফর্ম প্রকল্পে সুুবিধাভোগীদের হাতে সরকারি সাহায্য হিসেবে ই-রি’া, পর্যটনের নৌকা, মৌমাছি পালনের বা’, খেলাধূলার সামগ্রী, জমির পা-া, মশারি, ফ্রি ট্রেড লাইসেন্স, শুকর পালনে আর্থিক সহায়তার চেক তুলে দেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ভাস্কর ভ-াচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *