বিধানসভা ভোটের লক্ষ্যে জোর রাজনৈতিক তৎপরতা কদমতলা কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  ভোট এসেছে তাই জনতার দুয়ারে নেতারা৷ বিজেপি করছে ঘর ঘর সুশাসন, ঘর ঘর বিজেপি অপরদিকে কংগ্রেস করছে জন সম্পর্ক অভিযান৷ ২৩ বিধানসভায় কদমতলায় কুর্তি বিধানসভায় কঠিন লড়াইয়ের ইঙ্গিত মিলছে এখনই৷ ব্লক চেয়ারম্যান সুব্রত দেবের নির্বাচনী এলাকা দক্ষিণ কদমতলায় জন সম্পর্ক অভিযানে বেরিয়ে পড়েন কংগ্রেস নেতা বশির আলী৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত বাড়ি গুলিতে গিয়ে ভোটারদের সামনে প্রশ্ণ তুলেন কিসের সুশাসন৷ কংগ্রেস নেতা বশির আলীর অভিযোগ বিজেপি নেতারা প্রতিটি সুশাসন এনে দিয়েছেন বললেও বাস্তবের ছবি ভিন্ন৷ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত বহু পরিবার৷ গ্রামের রাস্তা মেরামত হয়নি, ৬ মাস ধরে ভাতা বন্ধ অথচ এই এলাকা নির্বাচিত চেয়ারম্যান ভোটের পর একটি বার এলাকায় আসেননি৷ কদমতলায় ডিগ্রি কলেজ, বিএড কলেজ কোন কিছুই হয়নি সবই জুমলা বাজি৷ আর এলাকার বাম বিধায়ক এসব নিয়ে সরব হননি৷ তাই মানুষ বিজেপি সিপিএমের বিকল্প হিসাবে কংগ্রেসকে চায় বলে দাবি এই কংগ্রেস নেতার৷ প্রসঙ্গত-ব্লক চেয়ারম্যান সুব্রত দেবের গত পঞ্চায়েত সমিতির ভোটে দুইশত ভোটে পরাজিত হয়েছিলেন বশির আলী৷ অন্যদিকে কদমতলা ব্লকের ১৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬ টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে৷ বিজেপি নেতা কর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত এই বার মিস হবে না কদমতলায় পদ্মফুল ফুটবে৷ বাড়ি বাড়ি প্রচারে মন্ডল সভাপতি রাজা ধর, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, মন্ডল প্রভারী জহর চক্রবর্তীরা কদমতলা কুর্তি বিধানসভা বিভিন্ন গ্রামের ঘর ঘর অভিযানেসামিল হচ্ছেন৷ অপরদিকে জেলা পরিষদের সদস্যা মামণি রায়, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী অঞ্জনা চক্রবর্তীরা বিভিন্ন বুথে বাড়ি বাড়ি প্রচার করছেন৷ চুরাইবাড়ি চল্লিশ নং বুথে বাড়ি বাড়ি প্রচার অভিযানে তাদের সাথে ছিলেন বুথ সভাপতি রূপক দেব রায় সহ অনন্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *