খুচরো ডিজিটাল মুদ্রার প্রথম পাইলট প্রকল্পের সূচনা, ৮টি ব্যাঙ্ককে বেছে নিয়েছে আরবিআই

মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) খুচরো ডিজিটাল মুদ্রার প্রথম পাইলট প্রকল্প বৃহস্পতিবার ( পয়লা ডিসেম্বর) থেকে শুরু করেছে। আরবিআই-এর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন পর্যায়ে এই কাজ চালানোর জন্যে ৮টি ব্যাঙ্ককে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মুম্বই, নতুন দিল্লি, বেঙ্গালুরু, ও ভুবনেশ্বর এই চারটি শহরে এই প্রকল্প চালু হবে।

পরবর্তী সময়ে তা আহমেদাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, কোচি, লখনউ, পাটনা ও সিমলাতেও রূপায়িত হবে। মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুচরো ডিজিটাল মুদ্রার লেনদেন করা যেতে পারে। আরবিআই-এর ডিজিটাল মুদ্রা কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলি দ্বারা অফার করা সেই ডিজিটাল ওয়ালেটগুলিই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *