BRAKING NEWS

উন্নত মানবসম্পদ গড়ে তুলতে সরকার আন্তরিক : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ উন্নত মানবসম্পদ গড়ে তুলতে সরকার আন্তরিক প্রচেষ্টা নিয়েছে৷ এই লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই শিশুদের প্রাকপ্রাথমিক শিক্ষার পাশাপাশি পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে৷ আজ খেদাছড়া বাজার শেডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এলপিজি সংযোগ প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন৷ উল্লেখ্য, আজ দশদা ব্লকের ১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নেও সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ আগামী প্রজন্মের সুুস্থ বিকাশে গর্ভবতী মহিলাদের প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনা ও মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার প্রকল্পে পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে৷ এলপিজি সংযোগ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, দামছড়া বিএসির ভাইস চেয়ারম্যান দুশান্ত রিয়াং, সিডিপিও সুুবিনয় ভৌমিক প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *