BRAKING NEWS

‘আমরা জনগণ’ একটি আহ্বান, অঙ্গীকার ও বিশ্বাস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : ‘আমরা জনগণ’ একটি আহ্বান, অঙ্গীকার ও বিশ্বাস। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা জনগণ’ এমন একটি অঙ্গীকার ও বিশ্বাস যা ভারতকে গণতন্ত্রের জননীতে পরিণত করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সংবিধান যুবকেন্দ্রিক। যুব সমাজের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “তরুণ প্রজন্মকে অবশ্যই সংবিধান নিয়ে বিতর্ক ও আলোচনায় অংশ নিতে হবে; এইভাবে আমাদের যুব সমাজ সচেতন হবে কীভাবে সংবিধান তৈরি হয়েছিল। এটা ভারতকে শক্তিশালী করবে।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “জনসমর্থক নীতির জোরে, আমরা সরলীকৃত আইন দিয়ে দরিদ্র, প্রান্তিক এবং মহিলাদের ক্ষমতায়ন করছি।” ভারতীয় বিচারব্যবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সময়োপযোগী ন্যায়বিচারের জন্য আমাদের বিচার বিভাগ অনেক পদক্ষেপ নিচ্ছে। আজ সূচনা হওয়া ই-উদ্যোগ সবার জন্য ন্যায়বিচারের সহজতা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *