BRAKING NEWS

পিটিএজি-তে শনিবার থেকে কোচবিহার ট্রফি ক্রিকেটের ত্রিপুরা-গুজরাট ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। গুজরাট জয়ের লক্ষ্যে আগামীকাল থেকে মাঠে নামছে ত্রিপুরা। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আপাতত ৩ ম্যাচ খেলে ত্রিপুরা ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং গুজরাট ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাড়াবে। শীতের দিনে কুষাশার ফলে সকালে উইকেট কিছুটা স্যাতস্যাতে থাকে। ফলে সুবিধে পায় জোরে বোলাররা। ফলে যে দলই গুরুত্বপূর্ণ ওই ম্যাচে টসে জয়লাভ করবে সেই দলই বিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাবে। প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত নিয়েছেন দুদলের কোচ। মরশুমের প্রথম ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট পেয়ে চাপে পড়ে গিয়েছিলো ত্রিপুরা। তা ভালো করেই জানেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তা মাথায় রেখেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিজোরাম ম্যাচের দলই রেখে দেওয়া হবে গুজরাট ম্যাচে। তবে এই ম্যাচে সাফল্য পেতে হলে গুরু দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই। এখন পর্যন্ত তিন ম্যাচে এক -‌দুজন ব্যাটসম্যান ছাড়া তেমনভাবে জ্বলে উঠতে পারেনি অন্যরা। গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য পেতে হলে বিশেষ করে ওপেনারদেরও জ্বলে উঠতে হবে। এই ম্যাচটি ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নকআউটে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে হলে গুজরাট বধ দরকার ত্রিপুরার। তা মাথায় রেখেই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছেন আনন্দ ভৌমিক-‌রা। শুক্রবার সকালে প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। মিজোরাম ম্যাচে জয় পেলেও বেশ কিছু দুর্বলতা নজরে পড়ে কোচের। ওই দুর্বলতাগুলো অনুশীলনের মাধ্যমে কাটিয়ে তোলার চেষ্টা করেছেন কোচ। এদিন রাজ্যদলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। গুজরাট ম্যাচে ভালো ফলাফল করে রাজ্যকে নকআউট পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর প্রতিটি ক্রিকেটার। অনুশীলনে অন্তত এরই ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে রুদ্র প্যাটেলের নেতৃত্বে সফররত গুজরাটও চাইছে ত্রিপুরাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *