BRAKING NEWS

১৭ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

হিলি(দক্ষিণ দিনাজপুর), ২৪ নভেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তরবঙ্গ সীমান্তের রায়গঞ্জ সেক্টরের অধীনে বর্ডার আউট পোস্টের (বিওপি) চকগোপাল ১৩৭ তম ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা ১৭ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিএসএফ একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছে।

জেলার হিলি থানাধীন কালীবাড়ি গ্রামের সাধারণ এলাকায় কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কালভার্টের নিচে বন্য ঘাসে সাপের বিষ লুকিয়ে ছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বাজেয়াপ্ত করা সাপের বিষের আন্তর্জাতিক বাজারে মূল্য ১৭ কোটি টাকা। জারটি “কোবরা এসপি রেড ড্রাগন, মেইড ইন ফ্রান্স কোড ৬০৯৭” হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সাপের বিষ বন দফতর বালুরঘাটের বিট অফিসে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *