BRAKING NEWS

বটতলা বাজারে উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বন্ধ ডেকে পিছু হটলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বটতলা বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল৷ বুলডোজার দিয়ে বাজারে দোকানপাট ভাঙার তীব্র প্রতিবাদ জানান বটতলার ব্যবসায়ী কমিটি৷ বুধবার ব্যবসায়ী কমিটি পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বাজার কমিটি ২৪ ঘন্টার বাজার বনধের ডাকে দিয়েছে৷ পরবর্তী সময়ে ব্যবসায়ীর কমিটির এক দল মেয়র দীপক মজুমদারের সাথে সাক্ষাৎকারে মিলিত হয় এবং আলোচনার মাধ্যমে বন্ধ প্রত্যাহার করে নেয়৷
প্রসঙ্গত, মঙ্গলবার সাত সকালে রাজধানীর আগরতলা শহরের বটতলা বাজারে ও রাস্তার আশপাশে উচ্ছেদ অভিযান চালিয়েছিল পুর নিগমের  টাক্স ফোর্স৷ বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনি গজিয়ে ওঠা হকারদের দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল৷ এদিন বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷ ফুটপাত দখল করে যারা বেআইনি ভাবে  ব্যবসা করছে এবং বাজারের ভিতর গড়ে উঠা বেআইনি নেশার ঠেক গুলি ভেঙে দেয় পুর নিগম৷ এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে৷
আগরতলার মেয়র দীপক মজুমদার নিজে দাড়িয়ে থেকে এই অভিযান চালিয়েছেন৷সাংবাদিকের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানিয়েছেন, বেআইনি পার্কিং ও দোকানের বাইরে সামগ্রী রেখে ব্যবসা করা বন্ধ করার জন্য দুদিন ধরে বটতলা এলাকায় মাইকিং করা হয়৷ কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি৷ সে কারণেই মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে আগরতলা পুর নিগমের  টাক্স ফোর্স৷ আগরতলা শহর এলাকায় যানজট মুক্ত করার লক্ষ্যে এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে আগরতলা পুর নিগম চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মেয়র৷বাজার কমিটিকে  উসকে দিয়ে ভোটের মুখে সিপিএম ও কংগ্রেস এটাকে ইস্যু করতে চাইছে বলে জানিয়েছেন৷
বুধবার বটতলা বাজারে পুর নিগম কর্তৃক অবৈধ উচ্ছেদ প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী সমিতি৷এদিন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল সংঘটিত করে পাশাপাশি  ২৪ ঘণ্টার  জন্য বাজার বনধের  ডাক দিয়েছেন৷ আগামী দিনে বটতলা বাজারের ব্যবসায়ীদপর সাথে কথা না বলে এমন  কোনো হস্তক্ষেপ হবে না তার আশ্বাস না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল কাযত থাকবে৷ পরবর্তী সময়ে আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদারের সাথে বাজার কমিটি সাক্ষাৎকারে মিলিত হন৷ পুর নিগমে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন৷ এই আশ্বাসের ভিত্তিতে বাজার কমিটি ২৪ ঘন্টার বন্ধ  প্রত্যাহার করে নেয়৷
এদিকে, বেআইনি ঠেকের বিরুদ্ধে অভিযান চালানোয় আঁতে ঘা লাগে কতিপয় অসাধু ব্যবসায়ীদের৷ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান বটতলা বাজারে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে মদের ঠেক চলত৷ এগুলি রাজ্যের মানুষ অবগত ছিল৷ এই অবৈধ মদের ঠেকগুলি পুর নিগম আরক্ষা প্রশাসনের সহযোগিতায় ভেঙ্গে দেয়৷ তিনি আরও জানান, স্থানীয় ক্লাব কর্তাদের সাথে ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়েছে এই অবৈধ মদের ঠেকগুলি নিয়ে৷ কিন্তু এই অবৈধ ব্যবসা বন্ধের উদ্যোগ নেই৷ তাই নিগম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে৷  পাশাপাশি যারা বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করত এবং পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটাত তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷ জয়নগর মধ্য এলাকায় বর্ষায় জল জমে যায়৷ তার জন্য একটি ড্রেইন নির্মাণ আবশ্যক৷
 কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে জায়গা দখল করে রাখায় এই কাজ ব্যহত হচ্ছিল৷ আগামী বর্ষার আগে ড্রেইন নির্মাণ করা হবে৷ এতে খুশী জয়নগরবাসী৷ কিছু অসাধূ ব্যবসায়ী বাদে সকলে খুশি৷ সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার ও পুর নিগম৷ এই মদের ঠেক ভাঙ্গার পর বিরোধী দলনেতা তাদের পক্ষ নিলেন৷ যারা এভাবে নেশার ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে কোন কথা না বলে তাদের পক্ষ নিলেন তিনি৷  যে সমস্ত বাজার গুলিতে এই ধরনের অবৈধ নেশার ঠেক চলছে সেগুলি বন্ধ করার জন্য বাজার সমিতি উদ্যোগ না নিলে কড়া পদক্ষেপ নেবে পুর নিগম ও আরক্ষা প্রশাসন৷ সরকার ও পুর নিগম স্বচ্ছ ভাবে কাজ করছে বলে স্পষ্ট জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *