BRAKING NEWS

রাজনৈতিক বিরোধীদের তোপ দাগতে গিয়ে পড়ুয়াদের ঢাল করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : “সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার“। এই মন্তব্য করে রাজনৈতিক বিরোধীদের তোপ দাগতে গিয়ে পড়ুয়াদের ঢাল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আপনারাই ভবিষ্যৎ”।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। ফের তোলেন সরকারের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব! বিভিন্ন বিষয়ে যখন রাজ্য সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ছে, তখন মুখ্যমন্ত্রীর ফের মুখে শোনা গেল সেই কথা, “কাজ করলে তো ভুল হবেই“! তিনি বলেন, “যদি কোনও ভুল ভ্রান্তি কেউ করে, তার জন্য তা শুধরে নেওয়া হবে। তার জন্য তার আইন আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালবাসে না, আম স্যরি, ছাত্র-ছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ।”

সরকারি নিয়োগে দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার মামলা ওজনদারদের গ্রেফতারির অস্বস্তি তো ছিলই! এবার রাষ্ট্রপতিকে নিয়ে তাঁরই মন্ত্রিসভার সদস্য অখিল গিরির মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। সেই পরিস্থিতিতে এদিন নানা মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *