BRAKING NEWS

মুম্বইয়ে সন্ত্রাসী হামলার হুমকির কারণে ১২ ডিসেম্বর পর্যন্ত ড্রোন নিষিদ্ধ, নিরাপত্তা সংস্থা সতর্ক

মুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : মুম্বাইতে সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে। এদিকে, শুক্রবার মুম্বই সংলগ্ন পেনের ভোগবতী নদীতে বিস্ফোরক পাওয়া গেছে, যা নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মুম্বই কন্ট্রোল রুমে শহরের অনেক জায়গায় সন্ত্রাসী হামলার হুমকি কল আসে। ফোনে ড্রোন দিয়ে শহরে হামলার হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে ড্রোন, রিমোট কন্ট্রোল, মাইক্রো-লাইট এয়ারক্রাফ্ট, প্যারা-গ্লাইডার, প্যারা-মোটর, হ্যাং গ্লাইডার ইত্যাদি উড্ডয়ন নিষিদ্ধ করার আদেশ জারি করেছে। এই আদেশ লঙ্ঘনকারী নাগরিকদের ভারতীয় দণ্ডবিধির ১৮৩ ধারার অধীনে বিচার করা হবে। এই আদেশ ১৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মুম্বইতে প্রযোজ্য হবে।
মুম্বই পুলিশ আদেশে বলেছে, অসামাজিক উপাদান এবং সন্ত্রাসীরা জনজীবনকে বিপন্ন করতে, জনসাধারণের সম্পত্তি ধ্বংস করতে এবং আইনশৃঙ্খলা ব্যাহত করতে ড্রোন এবং অন্যান্য উড়ন্ত বস্তু ব্যবহার করতে পারে। এ কারণে শহরে ড্রোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *