BRAKING NEWS

বায়ুদূষণ কমলেও খারাপই রইল দিল্লির বাতাস, ধোঁয়াশা কমাতে ব্যবহার হচ্ছে জল

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসে দূষণ কিছুটা কমেছে, বায়ুদূষণ কমলেও বুধবারও খারাপই রইল দিল্লির বাতাস। ধোঁয়াশা কমাতে এদিনও ব্যবহার হয়েছে জল। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রামও এদিন সকালে ছিল বায়ুদূষণের কবলে।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ২৫১ থেকে ৩৫০-র মধ্যে থাকলে বাতাসের মান ‘খারাপ’ বলা হয়। সেই হিসেবে বুধবার সকালে দিল্লির বাতাস খারাপই ছিল। একিউআই ছিল এদিন ৩৩৯। যাইহোক, দিল্লির বাতাসে দূষণের পরিমাণ একটু কমার পর বুধবার থেকে খুলে গিয়েছে রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল। দূষণের জন্য দিল্লিতে এখনও লাগু রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। নয়ডাতে এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৭১ এবং গুরুগ্রামে ৩৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *