BRAKING NEWS

খেলাধুলা ও সুুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদেরবিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায় : ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর৷৷ খেলো ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে সারা রাজ্যে তৃণমূলস্তর থেকে নেশা বিরোধী অভিযানকে সফল করে তুলতে হবে৷ সমস্ত অংশের মানুষকে এই অভিযানে সামিল করতে হবে৷ আজ শিক্ষা ভবনের যুব ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত ত্রিপুরা বিদ্যালয় ক্রীড়া বোর্ডের ২০২২-২৩-এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ তিনি বলেন, একমাত্র খেলাধুলা এবং সুুস্থ সংসৃকতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদের বিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায়৷ রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে আহ্বান জানিয়েছে তা যেন শুধু স্প্লোগানেই সীমাবদ্ধ না থাকে৷ নেশামুক্ত ত্রিপুরা এই স্প্লোগান যেন সঠিকভাবে কার্যকর হয় সেদিকে আমাদের সকলের নজর রাখা কর্তব্য ও দায়িত্ব৷ তিনি বলেন, খেলো ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্য সরকারের একটি বিশেষ পদক্ষেপ৷ তাতে ছাত্রছাত্রীদের সাথে ক্লাবগুলিকেও যুক্ত করতে হবে৷ এজন্য এবছর থেকে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিতে খেলার সামগ্রী বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ এবছর রাজ্যের ১৫০০টি ক্লাবকে খেলার সামগ্রী দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, খেলাধুলা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি একটি সুুস্থ সমাজ গঠন করা সম্ভব৷
সভায় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং ধলাই জিলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার৷
সভায় ত্রিপুরা বিদ্যালয় ক্রীড়া বোর্ডের সাধারণ সচিব পাইমং মগ এক তথ্যচিত্রের মাধ্যমে ত্রিপুরায় ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন স্কিমে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের তথ্য তুলে ধরেন৷ সেই সাথে চলতি অর্থবছরেরও বিভিন্ন স্কিমে যেসব ক্রীড়া কর্মসূচি চলছে সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ সে তথ্য থেকে জানা যায় গত অর্থবর্ষে রাজ্যের খেলাধুলার উন্নয়নে ১ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৩২৯ টাকা ব্যয় হয়েছে৷ চলতি বছরেও ২ কোটি ৫২ লক্ষ ৩০ হাজার ৪৯০ টাকা বিভিন্ন স্কিমে খেলাধুলার উন্নয়নের জন্য ব্যয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজ্যের সব জেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে৷ সাধারণ সচিব জানান, এর মধ্যেই খেলো ত্রিপুরা সুুস্থ ত্রিপুরা স্কিমের খেলাগুলি শুরু হয়েছে৷ আগামী ডিসেম্বরের মধ্যেই সব খেলাগুলি শেষ করা হবে এবং ফেবয়ারি মাস পর্যন্ত রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিও শেষ হবে৷
সভায় সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা৷ এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়া আধিকারিকগণ৷ আধিকারিকগণ সভায় নিজ নিজ জেলার ক্রীড়া কর্মসূচি নিয়ে পর্যালোচনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *