BRAKING NEWS

Tripura:বিভিন্ন দাবীতে শিক্ষকদের তালাবন্দী করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কুর্তি স্কুলের ছাত্রছাত্রীদ্রেদর

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ অক্টোবর৷৷  একাধিক দাবিতে শিক্ষকদের তালাবন্দী করে আগুন জ্বালিয়ে পথ অবরোধে বসলো কুর্তি উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা৷ শিক্ষক স্বল্পতা,পানীয় জল, ব্রেঞ্চ, বাথরুম সহ একাধিক দাবিতে শিক্ষকদের তালা বন্ধি করে রাস্তা অবরোধে বসলো  উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা৷
 বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিদ্যালয়ের সকল শিক্ষকদের স্টাফ রুমে ঢুকিয়ে তালা বন্ধি করে বিদ্যালয়ের সামনের প্রেমতলা কুর্তি সড়কের উপর আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বসে শিক্ষার্থীরা৷পথ অবরোধকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলে,রাজ্যে দুটি মাত্র উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসা রয়েছে৷ তারমধ্যে কুর্তি উচ্চ মাধ্যমিক ফাজিল মাদ্রাসা একটি৷ কিন্তু দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠন লাঠে উঠতে শুরু করেছে৷  বিদ্যালয়ে শিক্ষার্থীদর সংখ্যা প্রায় পাঁচশো জন,আর শিক্ষকের সংখ্যা সাকুল্যে চৌদ্দ জন৷ তাছাড়া বিদ্যালয় শুরু ও শেষের কোন নির্দিষ্ট সময় থাকেনা৷অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না৷ অনেকে আবার বেলা বারোটা সাড়ে বারোটায় সুকলে আসেন৷কেউ কেউ আবার এটেনডেন্স খাতায় স্বাক্ষর করে মাছ শিকারে চলে যান৷নেই পর্যাপ্ত পরিমাণে বসার ব্রেঞ্চও৷ নেই বিদ্যুতিক পাখা৷ নেই ব্যাবহার যোগ্য বাথরুম৷ ছাত্রীদের জন্য নেই কমন রুমের ব্যবস্থা৷
বিদ্যালয়ের ভাঙা ব্রেঞ্চ দিয়ে রান্না হয় মিড-ডে মিল৷ এসকল দাবী দাওয়া নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে আবেদন জানালেও নিট ফল থাকে শূন্য৷ অবশেষে দেওয়ালের পিট ঠেকলে আন্দোলনে নামার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা৷ তখন নাকি প্রধান শিক্ষক এনাম উদ্দিন শিক্ষার্থীদের বলেন,তোমরা আন্দোলন করলে আমাকে শিক্ষা দপ্তর থেকে তুলে নিয়ে যাবে,এই মাদ্রাসা নাকি বেসরকারি,বলে শিক্ষার্থীদের বক্তব্য৷ সকল ভয়-ভীতিকে প্রতাখ্যান করে বুধবার সকাল থেকেই তাদের দাবী দাওয়া নিয়ে শিক্ষার্থীরা পথ অবরোধ সামিল হয়৷
 তাদের বক্তব্য তাদের দাবি-দাওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষক বন্ধি ও এই পথ অবরোধ অব্যাহত থাকবে৷ এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন শিক্ষার্থীদের দাবি দাওয়া একপ্রকার অকপটে স্বীকার করেন৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ ও কদমতলা আর ডি ব্লকের এডিশনাল বিডিও স্বপন কুমার দাস ও কুর্তি রাম পঞ্চায়েতের প্রধান৷তাদের আশ্বাসে অবরোধকারীরা আশ্বস্ত না হলে অব্যাহত থাকে পথ অবরোধ৷
 অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে বিকেল প্রায় সাড়ে সাড়ে চারটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন উওর জেলার শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ ও ধর্মনগর মহকুমার ডিসিএম৷ তাঁরা অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনার পর আশ্বস্ত করেন যে, কিছু দিনের মধ্যেই তাদের দাবি দাওয়া গুলি যথাযত পূরন করা হবে৷ তাঁদের আশ্বাসে আশ্বস্ত হয়ে শিক্ষকদের তালা মুক্ত ও পথ অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা৷তবে দীর্ঘ ছয় ঘন্টা পথ অবরোধের ফলে রাস্তার উভয় পাশে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷যাত্রী দূভর্োগ দেখা দেয় চরমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *