BRAKING NEWS

CPIM:বীরচন্দ্র মনুর শহিদদের স্মরণ করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ সিপিআইএমের উদ্যোগে খোয়াইয়ে বিশচন্দ্র মুনুর শহীদদের স্মরণ করা হলো৷ এ উপলক্ষে কয়েক সুভাষ পার্ক দলীয় অফিসের সামনে শহীদান দিবস পালন করা হয়৷ খোয়াইতে বীরচন্দ্রমনুর ১৩জন শহীদদের স্মরণ করলো সিপিআইএম৷ প্রথমেই সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চল অফিসে শহীদদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান  বিধায়ক নির্মল বিশ্বাস, গণ আন্দোলনের নেতা প্রদীপ সরকার, বাম নেতা কানন দত্ত সহ অন্যান্যরা৷ এরপরে সিপিআইএম মহকুমা দপ্তরে প্রথমে পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন বাম নেতৃত্ব সুখেন্দু বিকাশ দে৷ এরপর শহীদ বেদীতে একে একে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান, বিধায়ক নির্মল বিশ্বাস, গন আন্দোলনের নেতা আলয় রায়, বাম নেতা মনোজ দাস সহ অন্যান্যরা৷ পরবর্তীতে  বীরচন্দ্র মনুর সেই বীভৎস দিনের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী দেববর্মা বলেন, ১৯৮৮ সালের ১২ ই অক্টোবর দেশের এবং রাজ্যের ইতিহাসে কালোদিন হিসেবে লিপিবদ্ধ থাকবে৷ জোট আমলের বর্বর রাজত্বে এই ঘটনা সংঘটিত হয়েছিল৷ যেখানে ১৩ জনকে নৃশংসভাবে  খুন করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *