BRAKING NEWS

Delhi High Court:সত্যেন্দ্র জৈন-র স্বস্তি, বেনামি সম্পত্তি মামলার সমস্ত প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : বেনামি সম্পত্তি মামলায় দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চলতি তদন্ত বন্ধ করার নির্দেশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি যশবন্ত ভার্মার বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে।

সত্যেন্দ্র জৈন একটি পিটিশন দাখিল করে আবেদনে জানিয়েছিলেন, বেনামি সম্পত্তি মামলায় লেনদেনের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ২০১১থেকে ২০১৬ সালের মধ্যে। এমতাবস্থায় বেনামী আইনের সংশোধনী তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেনামি আইন ২০১৭ সালে সংশোধন করা হয়।
গত ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট বেনামি আইনের ৩(২) ধারা বাতিল করে। সুপ্রিম কোর্ট বলেছিল, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে পুরনো মামলায় এ আইনে ব্যবস্থা নেওয়া যাবে না।

আয়কর বিভাগ নতুন বেনামি আইনের অধীনে ২০১৭ সালে জৈনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। এই মামলায় ৩০ কোটি টাকারও বেশি মূল্যের জমি এবং অন্যান্য সম্পদ অস্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছিল। আয়কর দফতরের সুপারিশে জৈনের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *