BRAKING NEWS

ইডি-র মামলায় হাইকোর্টে জামিন পেলেন অনিল দেশমুখ, তবুও থাকতে হবে জেলেই

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.): দীর্ঘ প্রায় ৬-৮ মাস জেলবন্দি রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অবশেষে মঙ্গলবার বম্বে হাইকোর্টে জামিন পেয়েছেন তিনি, জামিন পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দায়ের করা মামলায়। জামিন পেলেও আপাতত জেলেই থাকতে অনিল দেশমুখকে।

কারণ সিবিআই-এর মামলায় এখনও তিনি জামিন পাননি। তাছাড়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। হাইকোর্ট ১৩ অক্টোবর পর্যন্ত অনিল দেশমুখের জামিন স্থগিত করেছে, ইডি সুপ্রিম কোর্টে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাওয়ার পরেই হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

নবমীতে মহা সাড়ম্বরে সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো
মানিকগঞ্জ, ৪ অক্টোবর (হি. স.) : নবমীতে মহা সাড়ম্বরে জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো৷ মঙ্গলবার ১৮ জন কুমারীকে দেবী রূপে পুজো করা হয়৷

এদিনের পুজোর আয়োজনে সহযোগিতা করেন স্থানীয় সবিতা রায় ও হলদিবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী গোপাল লাহোটি। করোনার কারণে দুই বছরের বিরতির পর এবছর রীতিমতো উৎসবে মেতে ওঠেন ভক্তরা৷ ৫১শক্তি পীঠের অন্যতম ত্রিস্রোতা মহাপীঠে চলছে শারদ উৎসব উপলক্ষ্যে মহামায়ার আরাধনা। তারই মাঝে এদিন কুমারী পুজোর আয়োজন করা হয়। নিষ্ঠা সহকারে কুমারী পুজো হয়েছে ত্রিস্রোতা মহাপীঠে। নবমীর কুমারী পুজো দেখার টানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মন্দির চত্ত্বরে প্রচুর ভক্ত ভিড় জমান। চলে প্রসাদ বিতরণও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *