BRAKING NEWS

আবারও কুকিছড়া সুকলের ছাত্রছাত্রীদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ আগস্ট৷৷ রাস্তা অবরোধের সংসৃকতি শিক্ষা দপ্তরকে তাড়া করে বেড়াচ্ছে দিনের পর দিন৷ ভারতচন্দ্রনগর ব্লকের কুকিছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকালের পর আজ আবারও ছাত্র-ছাত্রীরা বড়পাথরী যশমুড়া প্রধান সড়ক অবরোধ করলে ঘটনাস্থলে ছুটে যান ভারতচন্দ্রনগর ব্লকের ব্লক আধিকারিক কাবেরী নাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস এবং দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা সুবীর মজুমদার৷ পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ চেয়ারম্যান,ব্লক আধিকারিক এবং শিক্ষা উপ অধিকর্তার আশ্বাসে পথ অবরোধ উঠে৷ বিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে বিদ্যালয়ে তৈরি হচ্ছিল এই নতুন বিল্ডিং৷ গতকাল  ছাত্রছাত্রীদের দিয়ে এই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার জন্য পথ অবরোধ করা হয়৷ তাদের দাবি ছিল বিদ্যালয়ের খেলার মাঠ নষ্ট করে ঘর তৈরি করা হচ্ছে৷ তাই এই জায়গাতে ঘর না করে অন্য জায়গাতে ঘর করার দাবি তুলতে থাকে৷  আজ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে উন্নয়নমূলক কাজ পুনরায় শুরু করা এবং সুকলের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে পথ অবরোধ করা হয়৷ অবরোধ স্থলে গিয়ে চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস তাদের দাবি মেনে নিলে ছাত্রছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করে এবং জানায় যদি কাজ না হয় তাহলে পুনরায় তারা পথ অবরোধ করবে৷ এরপর এলাকার অভিভাবক অভিভাবিকা, জনপ্রতিনিধি এবং ছাত্রছাত্রীদের নিয়ে চেয়ারম্যান, ব্লক আধিকারিক এবং শিক্ষা উপ অধিকর্তা আলোচনা সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন৷ যদিও বিদ্যালয়ের এই জায়গাতে এই নতুন বিল্ডিং হওয়ার জন্য সকল ছাত্র-ছাত্রী অভিভাবক মত পোষণ করেন৷  সকলের মিলিত প্রয়াসে আগামীকাল থেকে আবার বন্ধ হয়ে পড়া কাজ শুরু হচ্ছে বলে জানান চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস৷ এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও ইতিবাচক ভূমিকা নেওয়া হয়৷ তারা জানায় তারা সরকারের উন্নয়নমূলক কাজের পক্ষে রয়েছে৷ পাশাপাশি দাবি অনুযায়ী তারাও এই এলাকায় সকলের পাশে থেকে একটি খেলার মাঠের দাবি জানাবে৷ কারণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ তবে সকলের সাথে আলোচনায় বিদ্যালয়ের বন্ধ হওয়া কাজ শুরু করতে সদর্থক ভূমিকা পালন করেন ব্লক আধিকারিক কাবেরী নাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *