BRAKING NEWS

পানীয় জলের দাবীতে গৌরনগরে সড়ক অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷  জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এনএইচ আই ডি সি এলের ডজার বারবার জলের পাইপ কেটে দিচ্ছে৷ এতে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ বারবার বিঘ্নিত হচ্ছে৷ তারই প্রতিবাদে রবিবার পথ অবরোধে বসে এলাকাবাসী৷ কৈলাসহর- কুমারঘাট সড়কের গৌরনগর পঞ্চায়েতের অধীন গ্যাস গোডাউন এলাকায় অবরোধ করে জনগণ৷ ঘটনার বিস্তারিত বিবরণের জানা যায় কৈলাসহর কুমারঘাট সড়কে নির্মাণ কাজ চলছে৷ নির্মাণ কাজে নিযুক্ত সংস্থা ডজার দিয়ে কাজ করার সময় জলের পাইপলাইন কেটে দেয়৷ পাইপলাইন কেটে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে৷ বেশ কিছুদিন ধরেই ওই এলাকাগুলিতে পানীয় জল পৌঁছছে না৷ পাইপ লাইনে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ায় বিস্তীর্ণ এলাকার জনগণ জনসংকটে পড়েছেন৷ তাদের জন্য বিকল্প পানীয় জল সরবরাহের কোন ব্যবস্থা ও করা হয়নি৷ ওইসব এলাকার বাসিন্দারা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত দপ্তর থেকে দাঁড়িয়ে সংস্থা সহ স্থানীয় নেতা মাতববর সহ সকলকে জানিয়েছেন৷ কিন্তু পানীয় জল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ এমনকি কেটে যাওয়া পাইপলাইন সংস্কারের কোন ধরনের উদ্যোগ নেই৷ স্বাভাবিক কারণেই বিস্তীর্ণ এলাকার জনগণ হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন৷ এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবীতে রবিবার সকাল থেকে কৈলাসহর- কুমারঘাট সড়কের গৌরনগর পঞ্চায়েতের অধীন গ্যাস গোডাউন এলাকায় অবরোধ করে জনগণ৷ অবরোধের ফলে ওই সড়কপথে সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রী দর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ এলাকাবাসীকে প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে শীঘ্রই পাইপলাইন সংস্কার করা হবে এবং যতদিন পর্যন্ত পাইপ লাইন সংস্কার না হবে ততদিন পর্যন্ত ট্যাঙ্কারে করে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকার বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *