BRAKING NEWS

জেআরসি-র কর্পোরেট ক্রিকেটে আগরতলা পুর নিগম চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। প্রথমবারের মতো জেআরসি আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে এ.এম.সি চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হয়েছে ওএনজিসি দলকে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিয়েছিল। সোমবারে এমবিবি গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে আগরতলা পুর নিগম ৮ রানের ব্যবধানে ওএনজিসি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছে। সেরা বোলার ও ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে বিজয়ী দলের লিটন পাল। এছাড়া, সেরা ব্যাটসম্যান অমিত ভৌমিক, সেরা ফিল্ডার শুভরাজ সরকার এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন সিদ্ধান্ত তোমর। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফিতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজ্যের চারজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব -অ্যাথলেটিক্সে কাজল চন্দ্র দাস, জিমনাস্ট প্রশান্ত দেবনাথ ও হকি খেলোয়াড় রাজু ঘোষ এবং ক্রিকেট কোচ নয়নমনি দেববর্মাকে সংবর্ধনা জানানো হয়। মাঠে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি তথা সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সরযূ চক্রবর্তী, জাতীয় আম্পায়ার সন্তোষ কুমার দাস প্রমূখ মাঠে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ। প্রথমবারের মতো কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট দারুন ভাবে সম্পন্ন হওয়ায় আম্পায়ার সুকান্ত সাহা, বাপন হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন সহ স্পন্সরর এবং সংশ্লিষ্ট সকলকে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সচিব অভিষেক দে ধন্যবাদ জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *