BRAKING NEWS

প্রভুরামপুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে প্রভাত ফেরী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগস্ট৷৷  আজাদী কা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে রবিবার সকাল সাড়ে সাতটায় বিশালগড় মন্ডল অন্তর্গত প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হার ঘর তিরঙ্গা উৎসব উপলক্ষে প্রভাত ফেরীর আয়োজন করা হয়েছে৷প্রভাত ফেরীটি সমস্ত প্রভুরামপুর এলাকা অতিক্রম করে পঞ্চায়েতের সামনে এসে সমাপ্ত হয়৷ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে প্রভুরামপুর পঞ্চায়েত এলাকার জনগণ কে নিয়ে  উক্ত প্রভাত ফেরী করা হয়৷ প্রভাত ফেরীতে তিরঙ্গা হাতে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ রবিবার প্রভুরামপুরে আয়োজিত প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন সিপাহীজলা উত্তরাংশের যুবমোর্চার সহ-সভাপতি শান্ত দেবনাথ , বিশালগড় মন্ডল যুবমোর্চার সহ-সভাপতি সুবোধ বনিক, প্রভুরামপুর পঞ্চায়েতের প্রধান মিনা লস্কর, এলাকার বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার নাগরিকগন৷ স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে ও এলাকার জনগনের মধ্যে দেশাত্মবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে উক্ত প্রভাত ফেরী করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন হার ঘর তিরঙ্গা অভিযানে সামিল হতে৷ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যে প্রতিদিন হার ঘর তিরঙ্গা অভিযান কে সাফল্যমণ্ডিত করতে কোথাও রেলি, কোথাও প্রভাত ফেরী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে৷ আগামী ১৫ই আগষ্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ এক নতুন ভারতবর্ষকে দেখবে, যেখানে প্রত্যেক বাড়ির মেইন ফটকে অথবা উঠানে জাতীয় পতাকা থাকবে৷ দেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথম দেশের জনগণ এক গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *