BRAKING NEWS

উদয়পুরে শুরু হল ভোটার আইডি কার্ডে আধার সংযুক্তিকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিষয় নিয়ে বুধবার উদয়পুরের মহকুমা শাসক সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি সকলকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন৷ ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানাতে বুধবার  মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন৷ মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য মহকুমা শাসকের কার্যালযে ভোটার আইডি কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ  সহ নির্বাচন কমিশনের আরো বেশ কিছু সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেন মহকুমা শাসক৷ তিনি বলেন, বর্তমান ভোটার পরিচয়পত্রের সাথে আধার কার্ড লিংক করাতেই হবে৷ এই  সিদ্ধান্ত গত ১ ই আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে ৩১ শে মার্চ ২০২৩ ইং  পর্যন্ত৷ এই সময়ের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রের বি,এল,ও রা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে৷ ৬ বি ফরম  প্রত্যেক ভোটারকে নিজে পূরন করে স্বাক্ষর করতে হবে৷ সঙ্গে দিতে হবে  আধার কার্ডের একটি ফটোকপি৷ এ ব্যাপারে সমস্ত ভোটার, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক  সবাই যাতে বিএলওকে  নির্বাচনের কাজে সাথে যারা জড়িত সবাই যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে আশা ব্যক্ত করেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য৷ মহকুমা শাসক আশা ব্যক্ত করেছেন প্রত্যেক নাগরিক সব ধরনের সহযোগিতা করবেন৷ সার্বিক সহযোগিতাতেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *