BRAKING NEWS

লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট ফাইনালে  তুইকর্মা তুইসা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। ফাইনালে উঠলো তুইকর্মা তুইসা স্কুল। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে  তুইকর্মা তুইসা স্কুল ৪ উইকেটে পরাজিত করে ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। তন্ময় চন্দের অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে খেলার ছাড়পত্র পায়  তুইকর্মা তুইসা স্কুল। ঘাঘরাছড়া স্কুল মাঠে এদিন ছামনু স্কুলের গড়া ৮৫ রানের জবাবে  তুইকর্মা তুইসা স্কুল ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৫ রান করে। দলের পক্ষে পাইথক ত্রিপুরা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং শেখর ঘোষ ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৩২ রান।  তুইকর্মা তুইসা স্কুলের পক্ষে তন্ময় চন্দ (‌৩/‌১৩), সুমন দাস (‌৩/‌১৫) এবং দ্বীপজ্যোতি চক্রবর্তী (‌৩/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১.‌৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়  তুইকর্মা তুইসা স্কুল। দলের পক্ষে তরূপ দে ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, তন্ময় চন্দ ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং বিশ্বজিৎ শীল ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। ছামনু স্কুলের পক্ষে ত্রিশান বরুয়া (‌৩/‌৩৫) এবং অয়ন বরুয়া (‌৩/‌৩৭) সফল বোলার। আজ দ্বিতীয় সেমিফাইনালে মনুঘাট স্কুল খেলবে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে।‌‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *