BRAKING NEWS

চেস অলিম্পিয়াডে জোড়া ব্রোঞ্জ ভারতের, সেরা উজবেকিস্তান ও ইউক্রেন

ক্রীড়া প্রতিনিধি, চেন্নাই, ৯ আগস্ট।। স্বপ্ন অধরা রয়ে গেল ভারতীয় মহিলাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়টাই মহিলা দলের জন্য টার্নিং পয়েন্ট। ভারতের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হলো চেস অলিম্পিয়াড। ১৮৬ টি দেশের বিশ্ববরেণ্য দাবাড়ুরা এতে অংশ নিয়েছিলেন। চেন্নাইয়ের মহাবল্লীপুরমে আয়োজিত ৪৪তম চেস অলিম্পিয়াডে ওপেন ও মহিলা বিভাগ মিলিয়ে ভারতের ছ’টি দল অংশ নিয়েছিল। ভারতের মহিলা-এ দলের কাছে চূড়ান্ত রাউন্ডের খেলা শুরু অব্দি সোনা জেতার সুবর্ণ সুযোগ ছিল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের জেরে শেষ অব্দি ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হলো। ওপেন বিভাগেও ব্রোঞ্জ জিতেছে ভারতের-বি দল। ওপেন ও মহিলা বিভাগের সোনা জিতেছে যথাক্রমে উজবেকিস্তান ও ইউক্রেন। রানার্স খেতাব পেয়েছে আর্মেনিয়া ও জর্জিয়া। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী ওপেন বিভাগে ভারতীয়-এ দল যথাক্রমে জিম্বাবুয়ে, মাল্টোভা, গ্রীস রোমানিয়া, ভারতীয়-বি, ব্রাজিল ও ইরানকে পরাজিত করেছিল। ড্র করেছে ফ্রান্স, উজবেকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। হেরেছে আর্মেনিয়ার কাছে। ভারতীয়-বি দল ইউনাইটেড আরব আমিরাত, এস্তোনিয়া, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন, কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিকে হারিয়েছে। ড্র করেছে আজারবাইজান ও উজবেকিস্তানের সঙ্গে। হারতে হয়েছে আর্মেনিয়ার কাছে। ভারতীয়-সি দল দক্ষিণ সুদান, মেক্সিকো, আইসল্যান্ড, চিলি, লিথুনিয়া, প্যারাগুয়ে-কে পরাজিত করেছে। ড্র করেছে স্লোবানিয়ার সঙ্গে। হারতে হয়েছে স্পেন ও পেরুর কাছে।
মহিলা বিভাগে ভারতীয়-এ দল তাজাখিস্তান, আর্জেন্টিনা, ইংল্যান্ড, হাঙ্গেরি, ফ্রান্স, জর্জিয়া, আজারবাইজান, কাজাকিস্তান-কে পরাজিত করেছে। ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। হারতে হয়েছে পোল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ভারতীয়-বি দল ওয়েলস লাটভিয়া, ইন্দোনেশিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডকে পরাজিত করেছে। ড্র করেছে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার সঙ্গে। হারতে হয়েছে জর্জিয়া ও গ্রীসের কাছে। ভারতীয়-সি দল হংকং, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এস্তোনিয়া, সুইডেন-কে পরাজিত করেছে। ড্র করেছে ব্রাজিলের সঙ্গে। হারতে হয়েছে জর্জিয়া পোল্যান্ড ও কাজাকিস্তানের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *