BRAKING NEWS

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের কুড়ি বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ ১৪ বছরের নাবালিকা ধর্ষণের দায়ে চিরঞ্জিত পাল (২৮) নামে বিবাহিত যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল বিলোনিয়া জেলা ও দায়রা জজ আদালত৷ নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত চিরঞ্জিত পাল নামে এক বিবাহিত ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে৷ ঘটনার বিবরণে জানা যায়, ২০২০ সালের সেপ্ঢেম্বর মাসের ত্রিশ তারিখ সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন মাধবনগর এলাকায় রাবার বাগানের জঙ্গলে রাত নয়টা নাগাদ বিবাহিত যুবক চিরঞ্জিত পাল তার বাড়িতে আসা আত্মীয় ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করে৷ চিরঞ্জিত পালের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে আসে একই এলাকার এই আত্মীয়৷ অভিযুক্ত চিরঞ্জিত নিজেদের রাবার বাগানে রাত ৯ টা নাগাদ যায় এবং সেখানে ঐ নাবালিকাকে মাংস নিয়ে রাবার বাগানে আসার জন্য বললে নাবালিকা এক বাটি মাংস নিয়ে রাবার বাগানে পৌঁছা মাত্রই তার উপরে হায়নার মতো হামলে পড়ে ধর্ষণ করে৷ তারপর এই ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়৷ পরবর্তী সময়ে ওই নাবালিকা পুরো ঘটনা নিজের বাবা মাকে বললে সাত দিনের মাথায় ৬ অক্টোবর ২০২০ মানবাজার থানায় নাবালিকার বাবা পুরো ঘটনা জানিয়ে লিখিতভাবে মামলা করেন৷ মনুবাজার থানা ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৭৬ ৫০৬ এবং পক্সো আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে অভিযুক্ত চিরঞ্জিত পালকে গ্রেফতার করে৷ এরই মধ্যে মনু বাজার থানার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সত্য রঞ্জন নন্দী তদন্ত শেষ করে আদালতে চার্জশিট প্রদান করলে আদালত এরই মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করে৷ অবশেষে বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে চিরঞ্জিত পালকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড, কুড়ি হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন৷  সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের বিশেষ পিপি প্রভাত চন্দ্র দত্ত৷ স্বাভাবিকভাবেই এই বিচারে খুশি নাবালিকার পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *