BRAKING NEWS

হর্টিকালচার অধিকর্তাকে ডেপুটেশন পান চাষীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ সারা ভারত কৃষক সভা অনুমোদিত ত্রিপুরা পান চাষী সমিতির উদ্যোগে বুধবার হর্টিকালচার অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ এদিন প্রাক্তন সাংসদ মতিলাল সাহা এবং ত্রিপুরা পান চাষী সমিতির রাজ্য কনভেনর বাবুল দেবনাথ সহ মোট সাত জনের এক প্রতিনিধি দল পান চাষীদের ৭ দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করেছেন৷ মাস খানেক আগেই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম পান চাষী সমিতির রাজ্য সম্মেলন৷ সেখানে গোটা রাজ্য থেকেই পান চাষীরা যোগদান করেছিলেন৷ সেখানে পান চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এরই ভিত্তিতে এদিন দাবিগুলো নিয়ে ডেপুটেশন পেশ করা হয়৷ সাত দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো – কিষান ক্রেডিট কার্ড প্রদান করতে হবে৷ সরকারি উদ্যোগে পান চাষীদের সহায়তা করা৷ এছাড়াও প্রাকৃতিক দুযর্োগে ক্ষতিগ্রস্থ পান চাষীদের সহায়তা করা ইত্যাদি৷ দাবি গুলি অবিলম্বে পূরন না করা হলে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *