নয়াদিল্লি, ১২ জুলাই ( হি.স.) : শুক্রবার সন্ধ্যায় অমরনাথ গুহার কাছে আকস্মিক মেঘভাঙা বৃষ্টির কারণে তৈরি হওয়া বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরপর সোমবার থেকে আংশিক স্থগিত থাকার পর ফের অমরনাথ যাত্রা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ পঞ্চতার্নি ও বালতাল উভয় দিক থেকেই যাত্রা শুরু হয়েছে। এখান থেকে হাজার হাজার পুণ্যার্থী দর্শনের জন্য পবিত্র গুহায় পৌঁছেন।
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মুখপাত্র বিবেক পান্ডে জানিয়েছেন, সোমবার পাঞ্জতার্নি দিক থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছিল। তীর্থযাত্রীদের এই পথ দিয়ে পবিত্র গুহা দেখতে বলা হয়েছিল। বালতাল রাস্তা বন্ধ থাকলেও আজ খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে, আইটিবিপি অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের সাহায্য করছেন এবং পবিত্র অমরনাথ গুহার কাছে অভাবী তীর্থযাত্রীদের জল ও ওষুধও সরবরাহ করে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় অমরনাথ গুহার কাছে আকস্মিক মেঘভাঙা বৃষ্টির কারণে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়। যদিও ৫০ জনেরও বেশি তীর্থযাত্রী নিখোঁজ হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগের পরে, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং আইটিবিপি ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন।