কলকাতা, ১০ জুলাই (হি. স.): গত কয়েকদিন ধরেই বেড়ে গিয়েছে রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা । এই ঘটনায় শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা ফিরহাদ হাকিমের ।
রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ । বিভিন্ন মসজিদ, ঘরে, হলে ঈদের নামাজ পাঠ করা হয় । বাদ যায়নি কলকাতার চেতলাও । চেতলায় ঈদের নামাজ পাঠ করলেন ফিরহাদ হাকিম । চেতলার মসজিদে নামাজ পাঠ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন । করোনা বিধি মেনেই আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ত্যাগের ঈদ। ঈদ পালনের পর করোনা নিয়ে বার্তা দেন ফিরহাদ হাকিম ।কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘করোনা নিয়ে আতঙ্ক নয়, বরং, সতর্ক হোন। ‘৫ থেকে ১২ বছর বয়সীদের টিকা দিতে তৈরি কলকাতা পুরসভা । স্বাস্থ্য দফতর বললে কাল থেকেই শুরু করতে তৈরি পুরসভা’।