কলম্বো, ৫ জুলাই (হি. স.) : শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আক্রান্ত হয়েছেন দলের স্পিনার প্রবীণ জয়বিক্রম। তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রবীণ জয়বিক্রম করোনা আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে তাঁর শরীর ভাল ছিল না। মঙ্গলবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে। আপাতত পাঁচ দিন তিনি নিভৃতবাসে থাকবেন। দলের বাকি ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় টেস্টে তাঁকে দলে নেওয়া হতে পারে।
তবে পর পর ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে।