চেন্নাই, ৫ জুলাই (হি. স.) : দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও প্রায় উর্ধ্বমুখী। করোনায় ঘটছে মৃত্যু। এই পরিস্থিতিতে চেন্নাইয়ে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়ে দিল, রাস্তায় চলাফেরা করতে হলে মাস্ক বাধ্যতামূলক। মাস্ক না পরে বাইরে বের হলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে।
এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘শপিং মল, থিয়েটার হল বা সিনেমাহলে ঢুকতে গেলে মাস্ক পরতে হবে। কোনও অবস্থাতেই মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেখলে তাঁর তো জরিমানা হবে, শপিংমল বা থিয়েটার হল বা সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগেই সতর্ক হওয়া প্রয়োজন। সে কারণে মাস্ক ব্যবহার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘