লখনউ, ৩ জুলাই ( হি. স.) : আগামী লোকসভাকে নজরে রেখে সমাজবাদী পার্টিতে রদবদল। রবিবার দলের জাতীয়, রাজ্য এবং জেলা স্তরের সমস্ত শীর্ষ কমিটি ও পদ ভেঙে দিলেন অখিলেশ যাদব। এমনকি মহিলা এবং যুবশাখার পদও ভেঙে দিলেন। রবিবার এই ঘোষণা করল সপা। তবে কারণ জানানো হয়নি।
ব্যতিক্রম শুধু উত্তরপ্রদেশের সভাপতি পদ। ওই পদে এখনও বহাল রয়েছেন নরেশ উত্তম। রবিবার দলের তরফে জানানো হয়েছে, ‘উত্তরপ্রদেশ সভাপতির পদ ছাড়া জাতীয়, রাজ্য এবং জেলাস্তরের সমস্ত পদ খারিজ করেছেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। মহিলা এবং যুব শাখা-সহ দলের সব জাতীয়, রাজ্য এবং জেলাস্তরের সভাপতি পদও খারিজ করা হয়েছে।’
উত্তরপ্রদেশে সাম্প্রতিক লোকসভা উপনির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটি আজমগড় এবং রামপুরে হেরেছে সপা। জিতেছে বিজেপি। সূত্রের খবর, সে কারণেই দলে রদবদল আনলেন অখিলেশ। এক শীর্ষ নেতার কথায়, ‘‘২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে দল। বিজেপির বিরুদ্ধে লড়তে তাই ঢেলে সাজানো হচ্ছে সংগঠন।’’
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়