নয়াদিল্লি, ১ জুলাই ( হি. স.) : বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপিকে আত্মদর্শন করা দরকার। সেই সঙ্গে নূপুর শর্মাকে তাঁর বক্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিবৃতি জারি করে বলেন, নূপুর শর্মার বক্তব্য লজ্জাজনক। তাঁর বক্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। এমনকি সুপ্রিম কোর্টও শর্মাকে ক্ষমা চাইতে বলেছে।
কংগ্রেস নেতা আরও বলেন, সুপ্রিম কোর্টের মতে উদয়পুরের ঘটনাও এক ক্ষোভের ফল। আদালত বলেছে, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্য এই সময়ে দেশে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত শর্মার। আদালত আরও বলেছে, শর্মার বক্তব্যে দেশের পরিবেশ নষ্ট হয়েছে। এ জন্য তার টিভিতে গিয়ে ক্ষমা চাওয়া উচিত।