BRAKING NEWS

Pradyot Kishore Debbarman:জিতেন চৌধুরী, রেবতী ত্রিপুরা গ্রেটার তিপ্রাল্যান্ড চাইছেন, বিস্ফোরক দাবি মথা সুপ্রিমো প্রদ্যোতের

আগরতলা, ১ জুলাই৷৷  সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সাংসদ রেবতী ত্রিপুরা প্রত্যেকেই গ্রেটার তিপরাল্যান্ড চান৷ আজ এই বিস্ফোরক দাবি করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন৷ প্রদ্যোতের কথায়, পার্টিতে থেকে জিতেন চৌধুরী, রেবতী ত্রিপুরা মন খুলে এই কথা বলতে পারেননা৷ কিন্তু, একান্তে দেখা হলে তারাও গ্রেটার তিপরাল্যান্ড চাইছেন বলে জানিয়েছেন।

প্রদ্যোত বলেন, তিনিও যখন কংগ্রেসে ছিলেন তখন শুধু দলের জন্য তিপরাল্যান্ডের দাবি জানতে পারতেন না৷ আজ কংগ্রেস থেকে বেরিয়ে মন খুলে তিপ্রাসার জন্য আওয়াজ তুলছেন।

এদিন তিনি আহ্বান জানিয়েছেন, দলের কথা ভেবে চুপ থাকলে হবে না৷ তিপ্রাসাদের জন্য আওয়াজ তোলার সময় এসেছে৷ আজ প্রদ্যোতের বিস্ফোরক দাবি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ, তিনি কৌশলে জনজাতিদের মনে সিপিএম এবং বিজেপিকে নিয়ে নতুন ভাবনার সুযোগ করে দিয়েছেন।

প্রসঙ্গত, আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে তিপরা মথা দলের যুব সংগঠন ইয়ুথ তিপরা ফেডারেশনের একদিনের আলোচনা চক্র শুক্রবার অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে তিপরা মথা৷ 

আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে দলীয় সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মণ উপজাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন উপজাতির জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার জন্য প্রত্যেক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে একই ছাতার তলে শামিল হওয়া প্রয়োজন৷ 

তিনি উল্লেখ করেন, বিভিন্ন রাজ্যে উপজাতিরা তাদের অধিকার ফিরে পেয়েছে৷ তাদের জন্য পৃথক ভূমির সংস্থান  হয়েছে৷ ত্রিপুরায় পৃথক তিপরা ল্যান্ড গঠনের দাবি দীর্ঘদিনের৷ কিন্তু এখনো পর্যন্ত পৃথক তিপরা ল্যান্ড গঠন করা সম্ভব হয়নি৷ উপজাতিদের জাতিসত্তা বিকাশের জন্য এই দাবি পূরণ করা খুবই জরুরী৷ সে কারণেই সবকটি উপজাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে তিপরা ল্যান্ড গঠনের স্বপ্নপূরণে শামিল হতে আহবান জানান তিনি৷ তিপরা মথা দলের যুব সংগঠন ইয়ুথ তিপরা ফেডারেশনের একদিনের আলোচনা চক্রকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *