BRAKING NEWS

Sheikh Hasina :শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কড়া নিরাপত্তা দেশজুড়ে

ঢাকা, ২৪ জুন (হি. স.) : আগামীকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পদ্মা সেতুর উদ্বোধনে যাতে কোনও ধরনের নাশকতা না হয়, তার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা সামলাতে র্যাকব, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই ও নৌপুলিশকে নামানো হয়েছে। শুক্রবার দুপুরে পদ্মা সেতু উদ্বোধনস্থল ঘুরে দেখার পরে এ কথা জানিয়েছেন পুলিশের আইজি বেনজীর আহমেদ।

পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই পদ্মা দেশজুড়ে উৎভসবের পরিবেশ তৈরি হয়েছে। ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে অনেকেই পদ্মা সেতুর দুই প্রান্তে জড়ো হওয়ার প্রস্তুতি শুরু করেছেন। পুলিশের অনুমান, পদ্মা সেতুর দুই পাড়ে অন্তত ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হবেন। আর ওই বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা দেওয়া পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাশকতা রুখতে ইতিমধ্যেই পদ্মা নদীতে উদ্বোধনের সময় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে একাধিক যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *