BRAKING NEWS

Naveen Patnaik :এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২২ জুন ( হি. স.) : মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ওড়িশার সমস্ত বিধায়ককে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন জানিয়েছেন।

একটি টুইট বার্তায়, তিনি ওডিশা বিধানসভার সমস্ত বিধায়কদের দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদের জন্য ওডিশার কন্যা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য আবেদন করেন।
এদিকে বিজেডির সমর্থন পাওয়ার পরে অঙ্কের বিচারে কেন্দ্রের শাসক শিবির রাষ্ট্রপতি পদে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনার জায়গায় পৌঁছে গিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ ও বিধায়কেরা। যে অঙ্কে রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাতে মোট ভোটের মূল্য প্রায় ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার পাঁচ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। বিজেপি এবং তার শরিক দলগুলির হাতে এখন রয়েছে প্রায় পাঁচ লক্ষ ২৬ হাজার ভোট। এর সঙ্গে নবীনের দলের ৩১ হাজার ভোট যুক্ত হলে দ্রৌপদীর জিততে অসুবিধা হবে না। তা ছাড়া অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসও নরেন্দ্র মোদী-অমিত শাহের প্রার্থীকে সমর্থনের ‘বার্তা’ দিয়েছেন বলে বিজেপির একটি সূত্র জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *