BRAKING NEWS

High Court :আগামীকাল অনিল দেশমুখ-নবাব মালিকের আবেদনের ওপর রায় ঘোষণা করবে হাইকোর্ট

মুম্বই, ১৬ জুন ( হি. স.) : বিধান পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অনুমতির জন্য দায়ের করা মন্ত্রী নবাব মালিক এবং প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের আবেদনের উপর আগামীকাল শুক্রবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এন জমাদারের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে।

আসন্ন ২০ জুন মহারাষ্ট্রে অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনে অনিল দেশমুখ এবং নবাব মালিক হাইকোর্টে ভোট দেওয়ার অনুমতি চেয়ে একটি যৌথ পিটিশন দাখিল করেছেন। আজ বিচারপতি এন জমাদারের সামনে আবেদনের শুনানি হয়। নবাব মালিক এবং অনিল দেশমুখের আইনজীবী বিশেষাধিকারের অধীনে বিধান পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি চেয়েছিলেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী অনিল সিং এর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আইনের ৬২(৫) ধারায় কোনো বন্দির কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই। তাই আবেদনকারীদের দাবি ভুল এবং উভয়কেই ভোট দিতে দেওয়া উচিত নয়। এরপর বিচারক এন জমাদার বলেন, তিনি আগামী ১৭ জুন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *