BRAKING NEWS

Drug Busting day : ভারতে ৪২ হাজার কেজি মাদক ধ্বংস করা হল মাদক ধ্বংস দিবসে

নয়াদিল্লি, ৮ জুন(হি.স) : সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) সারা দেশের ১৪টি জায়গায় মোট ২ হাজার কেজি মাদকদ্রব্য ধ্বংস করেছে বলে বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আজ ৮ জুন মাদক ধ্বংস দিবসের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিবিআইসি একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, “রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দ্বারা অনুমোদিত মাদক পোড়ানোর মাধ্যমে মাদক ধ্বংসের প্রক্রিয়াটি সারা দেশে ১৪টি স্থানে নিরাপদ এবং অ-বিপজ্জনক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।” গুজরাটের কচ্ছ, মহারাষ্ট্রের মুম্বই ও পুনে, তামিলনাড়ুর বিরুধুনগর, বিহারের পাটনা এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এই প্রক্রিয়া চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *