BRAKING NEWS

French Open : ১৪তম ফ্রেঞ্চ ওপেন জিতে শুভেচ্ছার বন্যায় ভাসলেন নাদাল

নয়াদিল্লি, ৬ জুন (হি. স.) : গতকাল রোলাঁ গারো’তে ইতিহাস গড়েছেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গলস ফাইনালে নরওয়েজিয়ান প্রতিপক্ষ ক্যাস্পার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ উড়িয়ে নাদাল নিজের কেরিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেন জেতেন। এই সাফল্যের পর শুভেচ্ছার বন্যায় ভাসলেন নাদাল । তাঁর এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর, তারকা গোলরক্ষক ডেভিড দ্যে হিয়া’র মত ব্যক্তিত্বরা।

চোটের কারণে বারংবার সমস্যায় পড়া নাদালের ফ্রেঞ্চ ওপেন জয়ে মজেছে খেলার দুনিয়া। ক্লে কোর্টের রাজাকে তাঁর ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয়ের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর, নাদালের ঐতিহাসিক ২২তম গ্র্যােন্ড স্ল্যাম জয়ের পর টেনিস অনুরাগী শচিন তেন্ডুলকর ট্যুইটারে লেখেন, ” ৩৬ বছর বয়সে কোর্টে নেমে ১৪তম ফ্রেঞ্চ ওপেন ও ২২তম গ্র্যারন্ড স্ল্যাম জয় অবিশ্বাস্য অর্জন। অনেক অনেক অভিনন্দন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও মি: ৩৬০° এবি ডি ভিলিয়ার্স লিখেছেন – ” সুপারস্পোর্ট চ্যানেলে নাদালের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি একটি অনুষ্ঠান দেখলাম। আবারও বুঝতে পারলাম মানুষটা কতো স্পেশ্যাল। এটাও জানতে পেরেছি যে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট ক্যাস্পার রুডও নাদালের অ্যাকাডেমি থেকে উঠে এসেছে। আজ ফাইনালে সে তাঁর গুরুর মুখোমুখি হয়েছিল। অবিশ্বাস্য। রাফার অ্যাকাডেমিটাও তাহলে কোন মানের! “

স্পেন জাতীয় দলের তারকা গোলরক্ষক ডেভিড দ্যে হিয়া লেখেন – ” রাফায়েল নাদাল, আমি তোমাকে ভালবাসি। ” ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ট্যুইটারে লিখেছেন – ” সবচেয়ে উষ্ণ ক্লে-কোর্টেও আধুনিক যুগের হারকিউলিস গলে যান না। ১৫তম শিরোপা জয়ের জন্যে এখন থেকেই নাদাল ফেভারিট। অবিশ্বাস্য, নাদাল তোমাকে স্যালুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *