BRAKING NEWS

Amit Shah : অসম দেশের ‘হেল্থ হাব’-এ রূপান্তরিত হবে, দ্বিতীয় মেয়াদের বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে অমিত শাহ‘কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার প্রচণ্ড উদ্যমে বহুদূর এগিয়ে যাবে অসম’

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : অসম দেশের ‘হেল্থ হাব’-এ রূপান্তরিত হবে। দ্বিতীয় মেয়াদের বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের সর্বভারতীয় নেতা অমিত শাহ।

আজ মঙ্গলবার খানাপাড়ায় পশু মহাবিদ্যালয় ময়দানে দলের সহস্রাধিক কার্যকর্তার উপস্থিতিতে দ্বিতীয় মেয়াদের হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে উদাত্ত ভাষণ দিচ্ছিলেন দলের সর্বভারতীয় নেতা অমিত শাহ। সভামঞ্চে কেন্দ্ৰীয় বন্দর, জাহাজ, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের ক্যাবিনেট মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল তথা অসমের প্রথম মেয়াদের বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্ৰীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, দলের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, অসমে দলের কেন্দ্রীয় প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীভূষণ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জামুয়াল, সাংসদ পল্লবলোচন দাস, সংসদ কুইন ওঝা, দুই শরিক দলের সভাপতি অগপর অতুল বরা ও ইউপিপিএল-এর সভাপতি প্রমোদ বড়ো, রাজ্যের মন্ত্রীবর্গকে বসিয়ে হাজারো দলীয় কার্যকর্তাকে সংগঠনের কাজে উদ্বুদ্ধ করতে ভাষণ দিয়েছেন অমিত। তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্য হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে দেশ তথা অসমে উন্নয়নের ধারা বইছে বলে নানা তথ্য তুলে বক্তব্য পেশ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দৃঢ় বিশ্বাস, সর্বানন্দ সনোয়াল এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার প্রচণ্ড উদ্যমে অসম বহুদূর এগিয়ে যাবে। প্রদত্ত ভাষণে অমিত শাহ হিমন্তবিশ্ব শর্মা সরকারের এক বছরের কার্যকালে অসমকে পরিবর্তনের বিভিন্ন প্ৰকল্প বাস্তবায়িত হচ্ছে বলে সে সবের খতিয়ান তুলে ধরেছেন। এছাড়া বলেন, আন্দোলন, হিংসার পরিবরিতে এখন কেবল শান্তি আর শান্তির বাতায়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন সত্ৰের ভূমি বেদখলকারীদের কবল থেকে মুক্ত করতে রাজ্য সরকার সক্ষম হয়েছে। গত এক বছরে ১০ হাজার ৭০০ বিঘা ভূমি বেদখলমুক্ত করার মতো দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্ৰীর ভূয়সী প্ৰশংসা করেছেন শাহ।

অন্যদিকে, কোভিড ম্যানেজমেন্টে সফল হওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। বলেন, কোভিডকালে দেড় কোটি নাগরিককে বিনামূল্যে দুবছরের চাল প্ৰদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে এক বছরের কাৰ্যকালে অসমে উন্নয়নের ধারা বইছে বলে তিনি জানান, ৯ হাজারের বেশি উগ্রপন্থী মূলস্রোতে ফিরে আসায় রাজ্যে শান্তির পরিবেশ গড়ে উঠেছে। এছাড়া গত ৬ বছরে কোনও বাংলাদেশির অনুপ্ৰবেশও হয়নি বলে দাবি করেছেন অমিত শাহ।

স্বাস্থ্যক্ষেত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্ৰী বলেন, অসমের প্রত্যেক জেলায় একটি করে ম্যাডিকেল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। অসম দেশের অন্যতম হেলথ হাব-এ রূপান্তরিত হবে। এছাড়া অসমে সদ্য-অনুষ্ঠিত উপ-নিৰ্বাচনের পাশাপাশি পুরপর্ষদ ও গুয়াহাটি পুর নিগম নিৰ্বাচনে বিজেপির বিজয় ধ্বজা অক্ষুণ্ণ রাখায় অসমের জনতাকে অফুরন্ত ধন্যবাদ জানান তিনি।

আজকের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *