BRAKING NEWS

Bishwa Bandhu Sen : বিবিআই-এ আগামী শিক্ষবর্ষে একাদশ শ্রেণী থেকে ইংরেজী মাধ্যম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন৷ উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুদীপ নাথ৷ সাংবাদিক সম্মেলনে জানানো হয় বীর বিক্রম ইনস্টিটিউশনে আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি ইংরেজি মাধ্যমের মাধ্যমে পড়ানো শুরু হবে৷

উল্লেখ্য ইদানিং বীর বিক্রম ইনস্টিটিউশন, পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নয়া পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে সি বি এস ই এর আওতায় আনা হয়েছে৷ আগে শুধুমাত্র গোল্ডেন ভ্যালি সুকল ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণি ইংরেজি মাধ্যমে এবং সিবি এস ই এর৷ তাই গোল্ডেন ভ্যালিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা অতিরিক্ত হয়ে যাওয়ায় বেশিরভাগ-ই ভর্তির সুযোগ পেত না৷এখন আর এই সমস্যা থাকলো না৷ উপাধ্যক্ষ বিদ্যা জ্যোতি প্রকল্পের বিভিন্ন সুবিধা গুলি নিয়ে বিশদ আলোচনা করেন৷ যেভাবে শিক্ষার ক্ষেত্রে রাজ্যকে পূর্বে পিছিয়ে রাখা হয়েছিল, এখন বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন চলছে৷ তার জন্য শিক্ষা মন্ত্রী কে অভিনন্দন জ্ঞাপন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *