BRAKING NEWS

দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে স্থিতিশীল ও শক্তিশালী সরকারের প্রয়োজন : নাড্ডা

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দেশের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকারের অতি প্রয়োজন পঞ্জাবে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য সোমবার ত্রিকোণ জোটের আসন বন্টনের ঘোষণা করা হয়। এই সাংবাদিক বৈঠকে নাড্ডা এদিন বলেছেন, “পঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য, দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার থাকা প্রয়োজন। পাকিস্তানের কর্মকাণ্ড আমাদের দেশের জন্য কেমন ছিল, তা আমরা সবাই জানি। আমরা দেখেছি সেখানে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে।”

নাড্ডা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিন্তু লাইনচ্যুত করার কুৎসিত প্রচেষ্টা, দেশবিরোধীরা করছে। পঞ্জাবে এবারের ভোট শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের মাধ্যম নয়, সরকার পরিবর্তনই নির্বাচনের প্রকৃত উদ্দেশ্য নয়। এবারের ভোট ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এবং পঞ্জাবে স্থিরতা আনার জন্য। পঞ্জাব সুরক্ষিত থাকলে দেশও সুরক্ষিত থাকবে।” নাড্ডার কথায়, “মাফিয়ারাজ পঞ্জাবকে শেষ করে দিচ্ছে। জমি মাফিয়া, বালি মাফিয়া, মাদক মাফিয়া পঞ্জাবকে শেষ করে দিচ্ছে। এজন্য মাফিয়ারাজ সমাপ্ত করার লক্ষ্যে এনডিএ জোট একটি অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *